নিজস্ব প্রতিবেদন: ভারতের মধ্যপ্রদেশের অশোকনগর জেলা হাসপাতালে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি রোগী দেবেন্দ্র যাদব তাঁর এক আত্মীয়ের সঙ্গে গোপনে মদ্যপান করছিলেন।
কর্তব্যরত নার্স গায়ত্রী চৌধরি বিষয়টি হাতেনাতে ধরেন এবং তাঁদের তীব্র তিরস্কার করেন। তিনি বলেন, হাসপাতাল তাঁদের কাছে মন্দিরের সমান এবং এই কাজ করে তাঁরা স্থানটিকে অপবিত্র করছেন।
গায়ত্রীর সাহসিকতার কথা জেলা প্রশাসনকে জানানো হলে, জেলাশাসক আদিত্য সিংহ তাঁকে ডেকে পাঠান, প্রশংসা করেন এবং পুরস্কৃত করেন। জেলা প্রশাসন নার্সের কাজে সন্তুষ্ট হয়ে তাঁকে সম্মান জানানো হয়।

