ডেস্ক রিপোর্টঃ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) নির্বাচন ২০২৫। নির্বাচনে সভাপতি পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে সৈয়দা মাহফুজা আক্তার ঝুমু। দীর্ঘ দিন ধরেই তিনি মিডওয়াইফদের দাবি আদায়ে কাজ করে যাচ্ছেন। দীর্ঘ দিন দায়িত্ব পালন করছেন ইয়ং মিডওয়াইফ লিডার হিসেবে।

সভাপতি পদে সৈয়দা মাহফুজা আক্তার ঝুমু তার নির্বাচনী ইশতেহারে মিডওয়াইফদের দাবি আদায়ে বেশকিছু চমক দেখিয়েছেন। বিডিনার্সিং২৪ কে জানান তার ইশতেহারের কথা। মোট ৭ হাজারেরও অধিক মিডওয়াইফ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন নারী অধিকার কর্মী সামিয়া আফরিন। সভাপতি পদে মাহফুজা আক্তারের ইশতেহার হুবহু তুলে ধরা হলোঃ
ইশতেহার: সায়েদা মাহফুজা আক্তার ঝুমু
প্রার্থী: সভাপতি, বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (BMS) নির্বাচনী প্রতিশ্রুতি ২০২৫-২০২৭
ভিশন:
“সুশিক্ষিত, মর্যাদাপূর্ণ ও ক্ষমতায়িত মিডওয়াইফ: নিরাপদ মাতৃত্ব ও নারীর স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা।”
১. পেশাগত মর্যাদা ও নীতিগত স্বীকৃতি
মিডওয়াইফদের জন্য পৃথক ক্যাডার সৃষ্টির সরকারি স্বীকৃতি আদায়ে জোরালো প্রচার ও নীতিনির্ধারকদের সঙ্গে নিয়মিত সংলাপ।
জাতীয় স্বাস্থ্যনীতিতে মিডওয়াইফদের ভূমিকাকে শক্তিশালীকরণে উদ্যোগ গ্রহণ।
মিডওয়াইফারি পেশাকে ‘স্বতন্ত্র পেশা’ হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা।
২. প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন
জাতীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের সুযোগ বাড়ানো।
CPD (Continuing Professional Development) কার্যক্রম চালু ও নিয়মিত ওয়ার্কশপ/সেমিনারের আয়োজন।
মিডওয়াইফারি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য “ট্রেইনারস ট্রেনিং” প্রোগ্রাম চালু।
৩. কর্মসংস্থান ও পেশাগত সুযোগ সৃষ্টি
সরকারি-বেসরকারি হাসপাতালে মিডওয়াইফদের জন্য পদ সৃষ্টিতে সুপারিশ প্রদান।
মিডওয়াইফদের জন্য উদ্যোক্তা ভিত্তিক প্রকল্প ও ক্লিনিক পরিচালনায় সহায়তা।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মিডওয়াইফ নিয়োগ নিশ্চিত করার দাবিতে প্রশাসনের সঙ্গে সমন্বয়।
৪. মিডওয়াইফদের নিরাপত্তা ও অধিকার
কর্মক্ষেত্রে মিডওয়াইফদের সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধে আইনি সহায়তা ও কাউন্সেলিং সেবা চালু।
মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য বীমা ও ন্যায্য বেতন নিশ্চিত করার জন্য নীতিগত সহায়তা।
৫. প্রযুক্তি ও ডিজিটাল মিডওয়াইফারি
ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনা, টেলিমেডিসিন ও মোবাইল হেলথ টুল ব্যবহারে প্রশিক্ষণ।
মিডওয়াইফারি সোসাইটির জন্য একটি আধুনিক ও ইন্টার্যাকটিভ ওয়েবসাইট চালু করা।
সদস্যদের জন্য অ্যাপ-ভিত্তিক তথ্য সেবা ও ই-লাইব্রেরি চালু।
৬. মিডওয়াইফারি সোসাইটির স্বচ্ছতা ও জবাবদিহিতা
সকল সদস্যের অংশগ্রহণে গণতান্ত্রিকভাবে নীতিনির্ধারণ।
আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে বার্ষিক প্রতিবেদন প্রকাশ।
সদস্যদের জন্য অনলাইন ভোটিং, পরামর্শ গ্রহণ ও মতামতের সুযোগ বৃদ্ধি।
৭. জাতীয় ও আন্তর্জাতিক সংযোগ:
WHO, ICM, UNFPA সহ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অংশীদারিত্ব জোরদার।
দেশি-বিদেশি সম্মেলনে মিডওয়াইফদের অংশগ্রহণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি।
৮. গণসচেতনতা ও প্রচার কার্যক্রম
মিডওয়াইফদের অবদান প্রচারে গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া ও স্কুল-কলেজ পর্যায়ে ক্যাম্পেইন চালু।
“মিডওয়াইফ সপ্তাহ” উদযাপন এবং গর্বিত মিডওয়াইফদের স্বীকৃতি
আমার প্রতিশ্রুতি:
“আপনাদের শক্তিতে, একসাথে আমরা গড়বো এক শক্তিশালী, মর্যাদাপূর্ণ ও আধুনিক মিডওয়াইফারি আন্দোলন — যেখানে প্রতিটি মিডওয়াইফ হবেন সম্মানিত, দক্ষ এবং প্রভাবশালী।”
সায়েদা মাহফুজা আক্তার ঝুমু
প্রার্থী, সভাপতি
বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি


